মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে *** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫

ছোট এই এলাচে বহু রোগের মুক্তি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এলাচ ফল, যা সাধারণত সুগন্ধি এলাচ নামে পরিচিত, একটি মূল্যবান মসলা হিসেবে পরিচিত। এটি রান্নায় অতিরিক্ত স্বাদ ও গন্ধ যোগ করে এবং প্রাচীনকাল থেকে বিভিন্ন আয়ুর্বেদিক ও ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। এলাচ ফলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং হজম উন্নতকারী গুণ। এছাড়াও, এটি গন্ধ ও স্বাদ বাড়াতে, মিষ্টি ও সুস্বাদু খাবারে যুক্ত করা হয়। এলাচ ফলের স্বাস্থ্য উপকারিতা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন এবং এটি আপনার দৈনন্দিন জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করুন।

আরো পড়ুন : হাতের যত্নে অবহেলা নয়

এলাচের উপকারিতা ও ব্যবহার

যাদের প্রায়ই বমির সমস্যা হয় তারা এলাচ, আদা ও পুদিনা মিশিয়ে একটি সুতির কাপড়ে মুড়িয়ে নিয়ে ঘ্রাণ নিলে বমি বা বমিভাব থেকে উপশম লাভ করবেন। এছাড়াও এলাচ দুধের সঙ্গে মিশিয়ে খেলে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়।

আয়ুর্বেদে এলাচকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এতে উপস্থিত নানা পুষ্টিকর উপাদানের জন্য। এলাচ ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার এবং ফসফরাসের মতো নানা পুষ্টিতে ভরপুর। এই কারণে এলাচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

মনে রাখতে হবে, কোনও ওষুধ বা কোনও খাদ্যদ্রব্যের অতিরিক্ত সেবন উপকারের পরিবর্তে ক্ষতিকর হতে পারে। নির্দিষ্ট কোনো রোগ থেকে মুক্তি পেতে এলাচ ব্যবহার করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই ব্যবহার করা উচিত। একজন বিশেষজ্ঞই বয়স ও রোগ অনুযায়ী সঠিক পদ্ধতি এবং ডোজ নির্ধারণ করতে পারেন।

এস/ আই.কে.জে/

এলাচ এলাচ এলাচের উপকারিতা ও ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন